NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

‘পেনসিলভিয়া কনভেনশন সেন্টার’ চলতি বছরের মুনা কনভেনশন ৮-১০ আগষ্ট


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৪৪ এএম

‘পেনসিলভিয়া কনভেনশন সেন্টার’ চলতি বছরের মুনা কনভেনশন ৮-১০ আগষ্ট

নিউইয়র্ক (ইউএনএ): চলতি বছরের মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা কনভেনশন আগামী ৮-১০ আগষ্ট অুষ্ঠিত হবে। গত কয়েক বছরের মতো এবছরের কনভেনশন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ষ্টেটের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক ‘পেনসিলভিয়া কনভেনশন সেন্টার’- এ অনুষ্ঠিত হবে। এবারের কনভেনশনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় এবং প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঞড়ৎপযনবধৎবৎং ড়ভ ওংষধস : ঝঢ়ৎবধফরহম ঃযব ঋধরঃয এষড়নধষষু’. আসন্ন কনভেনশনে ১৫/২০ হাজার মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। মঙ্গলবার (৪ মার্চ) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে পবিত্র রমজান উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিল ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।' সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার  হোসাইন। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল মিডিয়া বিভাগের পরিচালক আনিসুর রহমান গাজী। পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষ অতিথি মুনা’র ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ও মুনা কনভেনশন-২০২৫ এর কনভেনর আরমান চৌধুরী। সংবাদ সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুনা নিউইয়র্ক সাউথ জোন সভাপতি এমদাদ উল্লাহ। সংবাদ সম্মেলনে মঞ্চে উপবিষ্ট ছিলেন যথাক্রমে মুনা’র মুনা’র ন্যাশনাল এসিস্টেন এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ আবু উবায়দা, হাফেজ আব্দুল্লাহ আল আরীফ, ড. রুহুল আমীন, মুনা নিউইয়র্ক নর্থ জোন সেক্রেটারী মমিনুল ইসলাম মজুমদার, মুনা নিউইয়র্ক সাউথ জোন মিডিয়া পরিচালক আমিনুর রসুল জামশেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়: মুনা একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচষ্টা চালানোর পাশাপাশি আল্লাহর সন্তষ্টি অর্জনের উদ্দেশ্যে ‘ মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’ প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠন ১৯৯০ সাল থেকে নিউইয়র্ক ষ্টেটে কর্পোারেশন ভুক্ত। বর্তমানে মুনা আমেরিকার প্রায় সবকটি ষ্টেটে কমবেশী কর্মতৎপরতা পরিচালনা করছে। সংবাদ সম্মেলনে বলা হয়: সমগ্র বিশ্বজুড়ে আজ মানবতা মুক্তির জন্য দিশেহারা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, দুনিয়া ও আখেরাতে মানুষের মুক্তি তথা সামগ্রিক কল্যাণ ইসলামেই নিহিত রয়েছে। মুনা আশা করে, প্রতিটি মুসলিম ভাই-বোন ইসলামের সুমহান আদর্শ নিজেদের যথার্থভাবে ধারণ করে প্রত্যেকে দ্বীনের মশালবাহী হিসেবে বিশ্বব্যাপী ইসলাম প্রচারে আতœনিয়োগ করবেন। ইসলাম শুধু মুসলিম তথা ইসলামে বিশ্বাসীদের জন্য নয়, বরং ইসলাম সমগ্র মানবজাতির বিকাশ ও উন্নয়নের সেপান।

মুনা এই বিশ্বাসকে ধারণ করেই এবারের কনভেনশনের মূল কেন্দ্রীয় প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে। কনভেনশনের কর্মকান্ডের মধ্যে থাকবে- প্রতিবারের মতো এবারও রয়েছে তরুণ ছেলেমেয়েদের জন্য পৃথক ইয়ূথ কনভেনশন। আল-কোরআনের অনুসারে কল্যাণকর জীবন যাপনের বিভিন্ন দিক ও বিভাগের উপর প্যারালাল প্রোগ্রাম। আলোচনা ছাড়াও থাকবে মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ইসলামী ও অন্যান্য সামগ্রীর দোকান নিয়ে বিশাল বাজার। ছোট ছেলেমেয়েদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান ‘লার্ন এন্ড ফান’ এবং বিভিন্ন খেলাধুলাসহ রাইড-এর ব্যবস্থা। এছাড়াও পরিবার-পরিজন বন্ধু-স্বজন এবং গোটা আমেরিকা থেকে  আগত বাংলা ভাষাভাষীদের সর্ববৃহৎ মিলনমেলায় অংশগ্রহণের সূবর্ণ সুযোগ সৃষ্টি করবে মুনা কনভেনশন।

মঙ্গলবার থেকেই কনভেনশনে অংশগ্রহণকারীদের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। স্বাগত বক্তব্যে আনিসুর রহমান গাজী বিগত কনভেনমগুলোর মতো এবছরের কনভেনশন সফল করতে মিডিয়ার পাশাপাশি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। জণাকীর্ণ এ সংবাদ সম্মেলনের শেষ পর্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে আরমান চৌধুরী তিনি মুনা এবং কনভেনশনের গঠনমূলক সমালোচনা কামনা করে জানান, দেশী-বিদেশী জনপ্রিয় ইসলামিক স্কলারগণ কনভেনশনে আমন্ত্রিত থাকবেন। বাংলাদেশ থেকেও অতিথি থাকবেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিগত বছরগুলোর কনভেনশনের আলোকে এবারের কনভেনশন আরো ভালো করার উদ্যোগ নেয়া হয়েছে।