NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo
বাংলাদেশে ফ্যাসিবাদী আ. লীগের আর ফিরে আসার সম্ভাবনা নেই  : ব্যারিষ্টার ফুহাদ

এবি পার্টি ইউএসএ’র অমর একুশে পালন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৪৪ এএম

এবি পার্টি ইউএসএ’র অমর একুশে পালন

 নিউইয়র্ক (ইউএনএ): অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এবি পার্টি ইউএসএ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুহাদ বলেছেন, ৫২’র ভাষা আন্দোলন আমাদের সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা। তবে ভাষা আন্দোলন নিয়ে নানা মিথ রয়েছে। ভাষা রক্ষার জন্য ভারতেও আন্দোলন হয়েছে। আমাদের ভাষা আন্দোলন ছিলো মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন। প্রসঙ্গত তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আর ফিরে আসার কোন সম্ভাবনা নেই। তবে দেশের রাজনৈতিক দলগুলোকে জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। সিটির জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে গত ২৪ ফেব্রæয়ারী সোমবার সন্ধ্যায় আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন এবি পার্টি ইউএসএ’র মূল সমন্বয়ক সায়েব খালিসদার। সভায় ভার্চুয়ালী যোগ দেন কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুহাদ। পরে তিনি উপস্থিত সুধীবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কে এম ফজলুল হক, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আশিক মাহমুদ, এবি পার্টি ইউএসএ’র সমন্বয়ক তাসলিম উদ্দিন, সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু, সাবেক ছাত্রনেতা মেহেদী ফয়সল প্রমুখ।  সভায় বক্তারা বলেন, ৫২’র ভাষা আন্দোলনের প্রেরণাই আমাদেরকে ৭১’এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রনী ভ‚মিকা রাখে।

বক্তারা বলেন, ছাত্র-জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে ধারা তৈরী হয়েছে। সম্মিলিতভাবে এই ধারা অব্যাহত রাখতে হবে। সভায় এক প্রশ্নের উত্তরে ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুহাদ বলেন, আওয়ামী লীগের ব্যাপারে সকল দল ঐক্যবদ্ধ। তবে ভোটের রাজনীতিতে টাকা লাগে। টাকার খেলায় অনেক সময় অনেকেই ভিন্ন পথে হাঁটে। আগামী নির্বাচন ঘিরে অনেকেই আওয়ামী লীগের ভোট ব্যাংক নেওয়ার নানান পায়তারা করছেন। জাতীয় পার্টি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের চলমান প্রেক্ষপটে জাতীয় পার্টিকে নিয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না, যে লেভেলে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে। তবে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে সুযোগ নেয়ার অপেক্ষায় আছে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে ৩০টি আসন নিয়ে জাতীয় পার্টির প্রভাব রয়েছে এবং সেখানে জাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে। তিনি বলেন, বাংলাদেশর রাজনীতিতে বড় সংকট হচ্ছে ‘দেশে বাংলাদেশ পন্থী কোন রাজনীতি তৈরী হয়নি’। ফলে বারবার জন আকাঙ্খা হোঁচট খাচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সহযোগি হিসেবে ১৪ দলগুলোর মতো জাতীয় পার্টিও অপরাধী। কিন্তু আজ পর্যন্ত জাতীয় পার্টির কোন নেতার বিরুদ্ধে দুদক মামলা করেটি, কোন নেতা গ্রেফতারও হয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে দেশকে ৭০-এর আগের অবস্থায় নিয়ে গেছে। আর তাই সংগ্রামের বিকল্প নেই। দম নিয়ে দীর্ঘ লড়াই করতে হবে। ব্যারিষ্টার ফুহাদ বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেভাবে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ওয়াশিংটনে স্বাগত জানালো, ভারতীয়রাও তো এমনভাবে কোন কিছু করেনি। আওয়ামী লীগ এমন দল যারা দেশকে বিক্রি দিয়েও ক্ষমতায় থাকতে চায়। বিডিআর হত্যা প্রসঙ্গে তিনি বলেন, সেই হত্যাকান্ডের ব্যাপারে একটি কমিশন গঠন করার দাবী ছিলো আমাদের। সেই কমিমন হয়েছে। আর সবার প্রতি শ্রদ্ধা জানাতে ‘সেনা হত্যা দিবস’ না করে ‘পিলখানা গণত্যা দিবস’ আমাদের দাবী। কেননা, সেই শুরু সেনারাই হত্যার শিকার হননি, সেনাদের পাশপাশি বিডিআর সহ অন্যান্য সংস্থার কর্মকর্তা ও সদস্যরাও নিহত হয়েছে। আমরা সবার প্রতি সম্মান জানাতে চাই।  অপর এক প্রশ্নের উত্তরে ব্যারিষ্টার ফুহাদ বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে কে কিভাবে অংশ নেবে তা এখনো বলা মুশকিল। তবে নির্বাচন ঘিরে একাধিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি সহ সব দলের সাথে উদীয়মান দল হিসেবে এবি পার্টির সম্পর্ক ভালো আছে। তবে ভোটের রাজনীতি জটিল। আগাশী নির্বাচনে ৩৫ থেকে ৫০টি আসনে এটি পার্টি প্রার্থী দেবে। এরমধ্যে ১০টি আসনের প্রার্থী থাকবে প্রার্থীদের পরিচিত করানোর পাশাপাশি নতুন নেতৃত্ব গড়ে তোলা।