NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

ফোবানা কেন্দ্রীয় কমিটির বিশেষ সতর্কবার্তা


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৫, ১০:২৮ পিএম

ফোবানা কেন্দ্রীয় কমিটির বিশেষ সতর্কবার্তা

 সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোবানার নাম ব্যবহার করে বিভিন্ন প্রচার-প্রচারণায় খবর ফোবানা কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে। বাগডিসি নামে একটি সংগঠন ওয়াশিংটনে ৩৮ তম ফোবানা সম্মেলন করছেন এবং সেটি ফোবানার মূল ধারার সম্মেলন দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফোবানা পরিচালিত হয় ফোবানার কনস্টিটিউশন ও অপারেটিং প্রসিজিউর অনুযায়ী। ফোবানার  কনস্টিটিউশন অনুযায়ী পাঁচ বছরের মধ্যে একই শহরে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে পারবে না। তাহলে প্রিয় পাঠক আপনারা সহজে বুঝতে পারছেন ফোবানার ৩৫ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটন ডিসিতে,তাহলে ৩৮ তম সম্মেলন কিভাবে একই শহরে অনুষ্ঠিত হয়? ২০১৯ সালের নিউইয়র্কের সম্মেলনে বাগডিসি এবং এ বি এফ এস নামক ওয়াশিংটন ভিত্তিক দুটি সংগঠন ফোবানা সম্মেলন হোস্ট করার জন্য তাদের প্রার্থিতা ঘোষণা করেন,সেখানে বাগডিসি পরাজিত হয় এবং এ বি এফ এস সম্মেলন করার জন্য নির্বাচিত হন।

সেই পরাজয় বাগডিসির নেতৃবৃন্দ বিশেষ করে তাদের গুরু ফেডারেল ক্রিমিনাল আলমগীর সহজে মানতে পারেননি।শুরু করেন এই সম্মেলন বানচালের ষড়যন্ত্র। পরের বছর ২০২০ সালের ফোবানার কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ওয়াশিংটনের মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নিউইয়র্কের জাকারিয়া চৌধুরীর সাথে এবং নির্বাচনে তিনি শোচনীয় ভাবে পরাজয় বরণ করেন। এই পরাজয়ের পর আলমগীর গংরা আরো হিংস্র হয়ে ওঠেন এবং ফোবানাকে কিভাবে বিভক্ত করা যায় তার ষড়যন্ত্রে মেতে উঠেন। শুধু এই নির্বাচনে নয় ফোবানার প্রতিটি নির্বাচনে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামী মোঃ আলমগীর কখনোই নির্বাচিত হতে পারেননি। তাই যখন আলমগীর দেখলেন এই ফোবানাতে তার কোন ভবিষ্যৎ নেই তখন তিনি বিভিন্ন সময়ে ফোবানার নির্বাচনে পরাজিত ও ২০২১ সালের ফোবানা সম্মেলনে মুজিব বর্ষ পালনের বিরোধিতা কারী একটি চক্র যারা ফোবানা থেকে বহিস্কৃত হয়েছেন তাদেরকে নিয়ে ফোবানার নামে নতুন দোকান খুলে বসেছেন। এই চক্রটি ইতিমধ্যে ফোবানার নাম ব্যবহার করে বাংলাদেশে বিভিন্ন লোকের কাছ থেকে আমেরিকায় নেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছেন এবং বিভিন্ন অবৈধ কর্মকান্ড করছেন যা আমাদের নজরে এসেছে।

সকলের অবগতির জন্য জানাচ্ছি এই চক্রটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে একটা চিহ্নিত অপরাধী চক্র হিসেবে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন।এদের সাথে রয়েছেন ধাক্কা ব্যাবসায়ী,ক্রেডিট কার্ড প্রতারক,নারী কেলেঙ্কারীর হোতা এবং আওয়ামী নামধারী কিন্তু জামাত বি এন পির দালাল,কিছু চিহ্নিত দেশবিরোধী অপশক্তি। ফোবানার নাম ব্যবহার করে এরা যদি কোথাও কোন অপকর্ম করার চেষ্টা করে সাথে সাথে নিকটস্থ আইন প্রয়োগ করি সংস্থাকে জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। শীঘ্রই ঢাকা ও যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই অপশক্তির মুখোশ উম্মোচন করব।এ বছরের ৩৮ তম ফোবানা সম্মেলন আগামী লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত হবে মিশিগান শহরে। ১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসিতে যেসব শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ ফোবানা প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য জনাব ইকবাল বাহার চৌধুরী জনাব ডক্টর নুরুন্নবী জনাব ওয়াহিদ হোসাইনী জনাব মোশাররফ হোসেন জনাব আতিকুর রহমান সহ সকল নেতৃবৃন্দই আমাদের সাথে রয়েছেন। ফোবানা সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ফোবানা চেয়ারম্যান জনাব আতিকুর রহমান। ফোনঃ৯৫৪-৮১৮-২৯৭০ ও এক্সিকিউটিভ সেক্রেটারি ডঃ রফিক খান। ফোনঃ২৮১-৪৬০-৯১০১ Www. FOBANA.INFO