NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বঙ্গবন্ধুকে নিয়ে শিব্বীর আহমেদ লেখা গান ‘ শ্রেষ্ঠ সন্তান’ গানের মিউজিক ভিডিও প্রকাশ


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৫৩ এএম

বঙ্গবন্ধুকে নিয়ে  শিব্বীর আহমেদ লেখা গান ‘ শ্রেষ্ঠ সন্তান’ গানের মিউজিক ভিডিও প্রকাশ



ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান ‘ শ্রেষ্ঠ সন্তান’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের আয়োজনে গানটি প্রচার করেছে ধ্রুব মিউজিক স্টেশন। গানটি লিখেছেন কথাসাহিত্যিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ, গানটির সুর করেছেন ইমতিয়াজ মজুমদার বিবেক। গানটিতে কন্ঠ দিয়েছেন টুম্পা খান, ইরফানা তুষি, চিত্র, ঈষিকা, শুভেন্দু, শামীম, তুহিন, নুর নবী, হাসান শামস ইকবাল, মৌমিতা, পুষ্পিতা, জুয়েল মোরশেদ সহ আরো অনেকে।

একে পরাগের পরিচালনায় গানটিতে অভিনয় করেছেন ইয়াশরিব হাবিব, গানের শিল্পীবৃন্দ সহ আরো অনেকে। গানটির ক্রিয়েটিভ ডাইরেক্টর ছিলেন শাকীব হাসান বাঁধন, ডপ ভাস্কর জনি, খায়ের খন্দকার, ও নাজমুল হাসান, সম্পাদনা ইসমাইল হোসেন, সিজিআই কাউসার আহমেদ, বঙ্গবন্ধুর পোট্রেট মো: সাইদুল ইসলাম, প্রধান সহকারি পরিচালক তওহিদুল ইসলাম তামিল, এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে ছিলেন জুয়েল মোরশেদ। গানটি ধ্রুব মিউজিক স্টেশন লেভেল এ ইউটিউব সহ বিভিন্ন সোস্যাল মিডিয়া প্লাটফর্মে রিলিজ করা হয়েছে।

গানটি ভিডিও গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া এবং ঢাকার বিভিন্ন জায়গায় ধারণ করা হয়। গানটি ২ জানুয়ারি মঙ্গলবার ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম (ক্যাপ), ধ্রুব মিউজিক স্টেশন সহ বিভিন্ন জায়গায় রিলিজ করা হয়। গানটির ভিডিও ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল এর https://www.youtube.com/watch?v=Tz41UvecI9k এই লিংকে পাওয়া যাবে। 

 
CAP Linkhttps://www.facebook.com/CampaignAdvocacyProgram/videos/913993356400251/
 
News Related Video Footage Link: https://www.youtube.com/@VOBTV