NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

কবি কাজী জহিরের শ্বশুর ফজলুল হক শরীফের ইন্তেকাল


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৫৫ পিএম

কবি কাজী জহিরের শ্বশুর  ফজলুল হক শরীফের ইন্তেকাল

 

 

নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘ হেডকোয়ার্টার্সে কর্মরত কবি
কাজী জহিরুল ইসলামের শ্বশুর ও মুক্তি জহিরের পিতা ফজলুল হক শরীফ
বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকায় স্কয়ার
হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি
রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা,
নাতিনাতনি, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। খবর ইউএনএ’র।
জানা গেছে, ফজলুল হক শরীফ অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে
অবসর গ্রহণ করে ঢাকার বাড্ডায় নিজ বাড়িতে বসবাস করছিলেন। গত
মাসের শেষ দিকে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়।
মরহুমের দ্বিতীয় কন্যা মুক্তি জহির তার স্বামী কবি জহিরের সঙ্গে
নিউইয়র্কে বাস করেন এবং তিনিও জাতিসংঘে কর্মরত। হাসপাতালে
অসুস্থ পিতার সান্নিধ্যে কাটানোর জন্য তিনি গত ১৩ নভেম্বর মুক্তি
জহির ঢাকায় পৌছেন। পিতার সঙ্গে তার কিছু কথাও হয়। এরপরই লাইফ
সাপোর্টে চলে যান এবং একসময় চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা
করেন।
এদিকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাদ জোহর মরহুমের নামাজে জানাজা
ঢাকার উত্তর বাড্ডা (জিএম বাড়ি) মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহ
বাড্ডা কবর স্থানে দাফন করা হয় বলে জানা গেছে।
শোক প্রকাশ: কবি কাজী জহিরুল ইসলামের শ্বশুর ফজলুল হক শরীফ-এর
ইন্তেকালে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা
পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, সাপ্তাহিক
বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা সম্পাদক আনোয়ার
হোসাইন মঞ্জু, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার,
সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাংবাদিক
তাসের খান মাহমুদ, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম
চৌধুরী খোকন, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ,
সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, ড. আশরাফ উদ্দিন
আহমেদ, সাপ্তাহিক হককথা ও নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা
ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) সম্পাদক এবিএম
সালাহউদ্দিন আহমেদ, ভাষ্কর শিল্পী আখতার আহমেদ রাশা, ছড়াকার শাহ
আলম দুলাল ও মঞ্জুর কাদের, সঙ্গীত শিল্পী তাহমিদা শহীদ, লেখক রওশন হাসান,

টাইম টিভি’র নিউজ প্রেজেন্টার দিমানেফার তিতি প্রমুখ গভীর
শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।