খবর প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩২ পিএম
ডানদিক থেকে আটলান্টা বি এন পি সভাপতি নাহিদুল খান সাহেল, যুক্তরাষ্ট্র বি এন পি নেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ডিউক খান বক্তব্য রাখছেন বহিস্কৃত চেয়ারম্যন রেহান রেজা
ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা, ফেডারেল সাজাভুক্ত মাসুদ রব চৌধুরী, বিএনপি নেতা তারেক জিয়ার ঘনিষ্ঠ সহচর ব্যরিষ্টার অসিম মাহমুদের ভাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ডিউক খান, ফেডারেল সাজাভুক্ত আসামি মোহাম্মদ আলমগীর, আটলান্টা বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল গংদের নেতৃত্বে এবং বিএনপি-জামায়াতের একটি চিহ্নিত গোষ্ঠীর সহযোগীতায় ৩৫তম ফোবানা সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন বাঞ্চাল করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন।এছাড়া দিনের পর দিন হুমকি-ধামকি দিয়ে স্পন্সর বাতিল সহ ফোবানা সম্মেলন বানচাল করার চেষ্টা চালিয়েছিল । কিন্তু তৎকালীন চেয়ারম্যন জাকারিয়া চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বে তাদেরকে বহিস্কার করার পর শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়।ফোবানার সদস্যরা জানান, যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে মুলত: চিহ্নিত জসীম উদ্দীনের তত্বাবধানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, শেখ হাসিনা বিরোধী এবং সর্বোপরী বঙ্গবন্ধু বিরোধী সমস্ত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।আর সেই শক্তিকে পৃষ্ঠপোশকতা করছেন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম।