NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বিশ্বকে আরও ঘনিষ্ঠ করছে; শেন হাই সিয়োং


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০২:০৭ এএম

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বিশ্বকে আরও ঘনিষ্ঠ করছে; শেন হাই সিয়োং

 

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)’র উদ্যোগে ১১তম বিশ্ব ভিডিও মিডিয়া ফোরাম  (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের কেন্দ্রীয় প্রচার উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং, চীনের কেন্দ্রীয় প্রচার উপমন্ত্রী এবং রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের পরিচালক সুন ইয়ে লি তাতে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। আফ্রিকান ইউনিয়ন অফ ব্রডকাস্টিং’র সিইও গ্রেগার জোকা, এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের মহাসচিব আহমেদ নাদিম,  এমিরেটস নিউজ এজেন্সির মহাপরিচালক মোহাম্মদ জালাল আল রেসি, দ্য ইউরোপিয়ান অ্যালায়েন্স অফ নিউজ এজেন্সির মহাব্যবস্থাপক এবং সিঙ্গাপুরের লিয়ান হ্য চাও পাও পত্রিকার নির্বাহী সম্পাদক হান ইয়োং মেই মূল ভাষণ দিয়েছেন। 

শেন হাই সিয়োং ভাষণে বলেন, চীনের উদ্যোগ থেকে বিশ্ব মতৈক্য রূপান্তরিত হয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বিশ্বকে আরও ঘনিষ্ঠ করেছে। সিএমজি ‘বিআরআই’র অংশগ্রহণকারী, সাক্ষী ও গল্পকথক। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সিএমজিকে দৃঢ় নেতৃস্থানীয়, প্রচারমূলক এবং প্রভাবশীল শক্তিসম্পন্ন এবং প্রথম সারির প্রধান মিডিয়ার গঠনের যে লক্ষ্যের নির্দেশনা দেন, তা অনুযায়ী সিএমজি ‘চেতনা যোগ শিল্প যোগ প্রযুক্তি’র মিশ্রণী শক্তির মাধ্যমে আন্তর্জাতিক দৃষ্টিতে তথ্য প্রচার এবং বিশ্বায়ন ভিত্তিক সহযোগিতামূলক প্রচারের মাধ্যমে ‘বিআরআই’র কাজে সহায়তা করেছে। সিএমজি বিভিন্ন দেশের তথ্যমাধ্যমের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করে সিল্ক ও রোডের মৈত্রী মজবুত করা, যাতে যৌথ আলোচনা, যৌথ প্রতিষ্ঠা ও অভিন্ন অর্জনভিত্তিক বিআরআই’র নতুন অধ্যায় সৃষ্টিতে তথ্যমাধ্যমের শক্তি প্রদান করা যায়। 

সুন ইয়ে লি বলেন, তথ্যমাধ্যম, বিশেষ করে ভিডিও তথ্যমাধ্যম বিআরআই’র আওতায় যৌথ গঠনের গুরুত্বপূর্ণ শক্তি। এ উদ্যোগ প্রস্তাবিত হওয়ার দশম বার্ষিকীতে বিভিন্ন আন্তর্জাতিক প্রধান প্রধান তথ্যমাধ্যম ও সংস্থা মিলে ‘সিল্ক ও রোডের নতুন দৃষ্টিকোণ গঠন’ শীর্ষক প্রতিপাদ্য কেন্দ্র করে সহযোগিতা চালানোর বিষয়ে আলোচনা করে, যা বিআরআইয়ের মতৈক্য ও শক্তি ঘনীভূত করার জন্য তাৎপর্যপূর্ণ। 

আফ্রিকান ব্রডকাস্টিং অ্যালায়েন্সের সিইও গ্রেইগার জাকা মুল ভাষণ দেওয়ার সময় বিআরআইয়ের কারণে আফ্রিকার পরিবর্তন ও উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। আফ্রিকা সিএমজি’র সঙ্গে নানা বিষয়বস্তু সহযোগিতা, সম্পদ শেয়ার করা এবং জনশক্তি বিনিময় জোরদার করতে চায় এবং বিআরআই’র আওতায় আফ্রিকার গল্প বলে দিতে চায়। 
সূত্র:রুবি-আনন্দী: চায়না মিডিয়া গ্রুপ।