NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

দ:আফ্রিকা ও চীন সহযোগিতা ও সাংস্কৃতিক আদান-প্রদান আরও উন্নত হবে ;শেন হাই শিয়োং


ইয়াং ওয়েই মিং স্বর্ণা,বেইজিং : প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:২১ এএম

দ:আফ্রিকা ও চীন সহযোগিতা ও সাংস্কৃতিক আদান-প্রদান আরও উন্নত হবে ;শেন হাই শিয়োং

 

১৯ আগস্ট কেপটাউনে, দক্ষিণ আফ্রিকার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার লেচেসা-সেনোলির সঙ্গে এক বৈঠকে মিলিত হন চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই শিয়োং।

বৈঠকে আফ্রিকার বৃহত্তম লাইভ ব্রডকাস্ট স্যাটেলাইট প্ল্যাটফর্ম মাল্টিচয়েস গ্রুপের সাথে সহযোগিতা-চুক্তি করায় সিএমজিকে ধন্যবাদ জানিয়ে দক্ষিণ আফ্রিকান ডেপুটি স্পিকার বলেন, তাঁর দেশ প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। দু’দেশ অন্যান্য বন্ধু-রাষ্ট্রগুলোর সাথে মিলে বিভিন্ন সহযোগিতায় আরও সাফল্য অর্জন করবে এবং আন্তর্জাতিক ব্যবস্থার ন্যায়সঙ্গত বিকাশে আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠককালে শেন হাই শিয়োং বলেন, উভয় পক্ষের উচিত সংবাদ, তথ্যচিত্র, ও নতুন মিডিয়া ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করা। এতে দু’দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক আদান-প্রদান আরও উন্নত হবে এবং চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজে গঠনের কাজে আরও বেশি গতির সঞ্চার হবে।

এর আগে, মাল্টিচয়েস গ্রুপ এবং সিএমজি কেপটাউনে একটি সহযোগিতা-চুক্তিতে পৌঁছায়। সিএমজি’র সম্পাদকীয় বোর্ডের সদস্য লি থিং এবং মাল্টিচয়েস গ্রুপের মিডিয়া ব্যবসার সিইও ফিলিসো সহযোগিতার নথিতে স্বাক্ষর করেন। 

চুক্তি অনুসারে, সিএমজি আফ্রিকায় সিসিটিভি’র চায়নিজ ইন্টারন্যাশনাল চ্যানেল (সিসিটিভি-৪), সিজিটিএন ইংলিশ চ্যানেল, এবং সিজিটিএন ফ্রেঞ্চ চ্যানেল সম্প্রচারের জন্য মাল্টিচয়েস গ্রুপকে অনুমোদন দিয়েছে। এসব চ্যানেলের অনুষ্ঠান ৫০টিরও বেশি আফ্রিকান দেশে সম্প্রচার করা হবে।
সূত্র: ইয়াং ওয়েই মিং, চায়না মিডিয়া গ্রুপ।