NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইএসিটি বাণিজ্য মেলার আয়োজনে সিনচিয়াংয়ের শিল্প ব্যবস্থার নির্মাণ জোরদার হয়েছে


ছাই উইয়ে মুক্তা প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:২৩ এএম

ইএসিটি বাণিজ্য মেলার আয়োজনে সিনচিয়াংয়ের শিল্প ব্যবস্থার নির্মাণ জোরদার হয়েছে


 


১৭ই আগস্ট ২০২৩ সালে ইউরেশিয়া পণ্য ও বাণিজ্য মেলা (ইএসিটি) ১৭ থেকে ২১ অগাস্ট চীনের সিনচিয়াংয়ের উরুমুছি আয়োজিত হয়। মেলাটির সংগঠন কমিটির মহাসচিব, সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য ব্যুরোর চীনা কমিউনিস্ট পার্টির সম্পাদক ও উপপ্রধান লি স্যুয়ান উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছে। 

লি স্যুয়ান তাঁর ভাষণে বলেন, ইএসিটি’র রাজনীতি, বৈদেশিক বিষয়, আর্থ-বাণিজ্যিক, বিজ্ঞান ও প্রযুক্তি ও সংস্কৃতিক ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে। এটি সিনচিয়াংয়ে জাতীয় পরিকল্পনা কার্যকরের জন্য সহায়ক এবং নতুন উন্নয়নের কৌশলের নির্মাণ জোরদার করেছে। ইএসিটি আয়োজনের মাধ্যমে রেশমপথ অর্থনৈতিক এলাকায় সিনচিয়াংয়ের কেন্দ্রীয় ভূমিকা পালন উন্নীত হয় এবং সিনচিয়াংয়ের আধুনিক শিল্প ব্যবস্থার নির্মাণ জোরদার হয়েছে। 

উল্লেখ্য, এবারের মেলার প্রসঙ্গগুলো হলো, রেশমপথের চেতনা এগিয়ে নেওয়া এবং এশিয়া ও ইউরোপের মধ্যে সহযোগিতা গভীর করা। এসময় থিয়ানথান ফোরাম, রেশমপথ শিল্প ও বাণিজ্য উন্নয়ন সিম্পোজিয়াম, মধ্য এশিয়া আইন সেবা ফোরাম ও মধ্য এশিয়া আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা থিংক ট্যাংক উন্নয়ন বিশেষ ফোরাম আয়োজিত হয়েছে। 
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।