মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:২১ পিএম
ভারতের আগরতলার প্রখ্যাত ডি-এক্সার প্রদীপ কুমার কুন্ডু ( Pradip Kundu) আগামীকাল ২৬ জুলাই,২০২৩ বাংলাদেশ ভ্রমনে ঢাকা পৌছুবেন বলে জানা গেছে। তিনি প্রবাহঅনলাইন ডটকমের প্রধান সম্পাদক , প্রকাশক ও চুয়াডাংগার বেতার শ্রোতা মোহাম্মদ আবদুল্লাহ, রাজশাহীর বিশিষ্ঠ বেতার শ্রোতা ও এডাবলিউআর এর ওয়েভস্ক্যান অনুষ্ঠানের সন্চালক সালাহউদ্দীন ডলার, রাজশাহীর বিশিষ্ঠ বেতার শ্রোতা সংগঠক আশিক ইকবাল টোকন, বিশিষ্ট শ্রোতা প্রাক্তন ব্যাংকার এসএমজি হাবিব এবং নাটোরের বিশিষ্ঠ শ্রোতা আইআরআইবি ক্লাব ঢাকার সভাপতি, ইন্জিনিযার মন্জুরুল আলম রিপন ও কুষ্টিয়ার বিশিষ্ঠ বেতার শ্রোতা, আইআরআইবি ক্লাব ঢাকার সেক্রেটারি সোহেল রানা হৃদয়ের সাথে আগামী ২৮ জুলাই,২০২৩ কিশোরগন্জ বেতার শ্রোতা সংঘ আয়োজিত হাওরে অনুষ্ঠিত শ্রোতা সম্মেলনে রেডিও তেহরানের বাংলাদেশ মনিটর সাহাদত হোসেন আমন্ত্রনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।