NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo
ভার্জিনিয়ায় ঢালিউড অ্যাওয়ার্ড ১ জুলাই

নিউইয়র্কে মিউজিক ঢালিউড অ্যাওয়ার্ড ২৫ জুন


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:২১ পিএম

নিউইয়র্কে মিউজিক  ঢালিউড অ্যাওয়ার্ড ২৫ জুন

শোটাইম মিউজিকের সিগনেচার প্রোগ্রাম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২১তম আসর ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে। এবারের আসর দু’টি ভাগে সাজানো হয়েছে। আগামী ২৫ জুন রোববার সন্ধ্যায় ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসবে নিউইয়র্ক সিটির জ্যামাইকার অ্যামাজুরা হলে। গত ১১ জুন রোববার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান, ভার্জিনিয়ায় আয়োজিত ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডে শোটাইম মিউজিকের সঙ্গে সহ-আয়োজক হিসাবে থাকছে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন, বাইটপো, লাভ শেয়ার বিডি ও ৭১ ফাউন্ডেশন।    তিনি জানান, ১২’শ আসন বিশিষ্ট জ্যামাইকার অ্যামাজুরা পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিটি মেয়র এরিক অ্যাডামস। এদিন মোট ৩৫টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে মিউজিক অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। অন্যদিকে ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডে দেশের সেরা অভিনয় শিল্পীরা উপস্থিত থাকবেন বলে জানান আলমগীর খান আএ ধরনের বড় একটি আয়োজন ভার্জিনিয়ায় করার সুযোগ দেওয়ার জন্য আলমগীর খান আলম ধন্যবাদ জানান ভার্জিনিয়ার হোস্ট ৪টি সংগঠনকে।  সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ডতারকা জেমস, তাহসান, জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, গায়ক প্রতীক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।    অন্যদিকে ১ জুলাই ভার্জিনিয়ায় ঢালিউড ফিল্ম আওয়ার্ডের ২১তম আসরে বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রের প্রায় ১৫ জন তারকা শিল্পী অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন পূজা চেরি, মিশা সওদাগর, জায়েদ খান, অমিত হাসান, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাজু খাদেম, তাসনিয়া ফারিণ, জিয়াউল হক পলাশ, শাহনাজ খুশি, মন্দিরা চক্রবর্তী, মডেল মিথিলা, তৃণা ও ইয়াসমিন।  সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হোস্ট সংগঠনের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কবির পাটোয়ারী, ৭১ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ আমেরিকা ফাউন্ডেশনের সভাপতি হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক সারোয়ার মাহি প্রমুখ।