NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

সামাজিক কাজের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে নৈপুণ্য অর্জন করতে হবে যুবকদের


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:৩৬ পিএম

সামাজিক কাজের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে নৈপুণ্য অর্জন করতে হবে যুবকদের

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : আজ (২৩ এপ্রিল, রবিবার )/২৩ ইং দুপুর ১২ টায়,  ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ‍্যালয়ে অনুষ্টিত হয়ে গেল, বঙ্গবন্ধু ছাতিয়ানগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লীগ ( C.P.L) সিজন -০৩, ২০২৩ এর ফাইনাল খেলা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ১ নং  ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের  মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু  সাহেব বলেন,  সামাজিক কাজের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ক্ষেত্রে যুব সমাজ ভাইদের কে এগিয়ে  আসতে হবে। তিনি বলেন, নিয়মিত ভাবে যদি ক্রিকেট  খেলা  অনুসরণ করা যায় তাহলে আপনারা  ও দেশের ও বিদেশের মাটিতে  সুনাম অর্জন করতে পারবে। তিনি  আরও বলেন, ক্রিকেট  তারকা অল রাউন্ডার মিঃ সাকিব খান কে এক সময় দেশের কেউ চিনতেন না। তিনি ও এখন সারা বিশ্বে ক্রিকেট খেলায় সুনাম অর্জন করেছে। তাই তোমরা যদিও  এই রকম  ক্রিকেট খেলায় তোমরা ও  ভালো পথ অনুসরণ কর নিশ্চয়ই, একদিন ভালো করবেন দেশের জন্য। বতর্মান আওয়ামী লীগ  সরকার ক্রীড়া  ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন  ও সহযোগিতা কাজ করে যাচ্ছে। এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, জন দরদী নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ  আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  এবং  ছাতিয়ানগ্রাম ইউ পি সম্মানিত  চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু।এসময় উপস্থিত ছিলেন ইউ পি, সদস্য  শ্রী বাবু সুদেব ঘোষ, মোতালেব হোসেন, আহসান হাবিব ধলু, চিংকু, বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক সহ এলাকার বেশ গন‍্যমান‍্য বাক্তিবর্গ।  যে দুটি দল অংশ গ্রহন করেন, অল ষ্টার ছাতিয়ানগ্রাম একাদশ বনাম ছাতনী ক্রিকেট  একাদশ। আজকের ফাইনাল খেলায় অল ষ্টার ছাতিয়ানগ্রাম একাদশ দল বিজয়ী হয়। উক্ত ফাইনাল খেলার শেষে ছাতিয়ানগ্রাম ইউ পি  মাননীয়  চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল হক আবু, বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিজয়ী হিসেবে ট্রফি তুলে দেন।এছাড়াও ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ এর হাতে ও পুরস্কার তুলে দেন। এ খেলায় ক্রিকেট  অনুরাগী ভক্ত বৃন্দ খেলা উপভোগ করেন।