NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিএমজি’র মহাপরিচালককে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কর্তৃক অভিনন্দন


তুহিনা: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:২৬ পিএম

সিএমজি’র মহাপরিচালককে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কর্তৃক অভিনন্দন

 


‘বেইজিং থেকে প্যারিস’ শীর্ষক মিডিয়া কার্যক্রম গ্রহণ করায়, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই সিংকে অভিনন্দন জানিয়ে সম্প্রতি একটি বার্তা পাঠিয়েছেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান টনি এস্তানগুয়েট।

বার্তায় টনি বলেন, ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস বিশাল সাফল্য অর্জন করেছে। এখন ২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের প্রস্তুতির সময়। সিএমজি’র ‘বেইজিং থেকে প্যারিস’ কার্যক্রম প্যারিস অলিম্পিক গেমস প্রদর্শনের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। 

তিনি আরও বলেন, প্যারিস অলিম্পিক গেমস প্রচারের জন্য সিএমজি ২০০০ সদস্যের মিডিয়া টিম গঠন করবে। এর মাধ্যমে প্যারিস অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের চমৎকার পারফরমেন্স চীনা দর্শকরা উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, সিএমজি ‘বেইজিং থেকে প্যারিস’ শীর্ষক মিডিয়া কার্যক্রম আয়োজন করেছে প্যারিস অলিম্পিক গেমস প্রচারের জন্য। কার্যক্রমের আওতায়, সিএমজি-র সাংবাদিকরা ফ্রান্সে গিয়ে ধারাবাহিক অনুষ্ঠান তৈরি করবেন এবং প্যারিসের ইতিহাস ও সৌন্দর্য তুলে ধরবেন। সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।