NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

টি এমএসএস মেঠো সুর সঙ্গীত শিল্পী অন্বেষণ" তুমি গায়ক" বিজয়ীদের পুরস্কার বিতরণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৫১ পিএম

টি এমএসএস মেঠো সুর সঙ্গীত শিল্পী অন্বেষণ" তুমি গায়ক" বিজয়ীদের পুরস্কার বিতরণ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : টিএম এস এস মেঠো সুর সঙ্গীত অন্বেষণ " তুমি গায়ক " এর গ‍্র‍্যান্ড (১৯  শে মার্চ  রবিবার) বিকালে  অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান  অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এসময় প্রতিমন্ত্রী বলেন, বগুড়া হলো শিল্প ও সাংস্কৃতির নগরী। আগামীতে এই শহর কে আধুনিক শিল্প  ও সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রতিমন্ত্রী আরও বলেন, ড. এনামুল হক আর্ট এ‍্যান্ড কালচারাল একাডেমির সকল সুবিধা নিয়ে একটি বহুতল ভবন নির্মিত হচ্ছে।

অনুষ্ঠানে বগুড়া ০৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগের সভাপতি  মজিবর রহমান মজনু, টিএম এসএস প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ‍্যাপিকা ড. হোসনে আরা বেগম সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।বিচারকের প‍্যানেলে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। গ‍্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ গ্রহণ কারিদের মধ্যে থেকে চুড়ান্ত ভাবে নির্বাচিত হয় ১১ জন অংশ গ্রহন করে। এদের মধ্য  থেকে ১ জন ২ য় ২জন এবং ৩ য় জনের ৮ জন, বিচারকের রায়ে নির্বাচিত হয়। প্রথম স্হান অর্জন কারীর পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা ১ টি ট্রফি, সম্মান, স্বারক ও সার্টিফিকেট, ২ য় স্হান অর্জন কারীদের ২ জন কে প্রতোক কে ৫০ হাজার টাকা, পুরস্কার, সহ সম্মান ও স্বারক ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং ৩ য় স্হান অর্জনকারিকে ২৫ হাজার টাকা  এবং  ৪ র্থ অর্জন কারীকে ১০ জনকে প্রতোককে ১০ হাজার টাকা  এবং ৫ ম স্হান অর্জনে কারিকে প্রতোককে মোট ৫ হাজার টাকা করে মোট ৪১ জনকে পুরস্কার বিতরণ করা হয়। বিচারকের রায়ে " "তুমি গাও" এর প্রথম স্হান অর্জন করে সাদিয়া ইসলাম প্রেরনা। সরকারি  আজিজুল হক কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র। সাদিয়া ৪ বছর বয়স থেকে সঙ্গীত শিল্পে চর্চা করছে। এছাড়াও  অপিতা কুন্ড। বিচারকের প‍্যানেলের অপর দুই জন ছিলেন, বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব‍্যাক্তিত্ব তৌহিফিক হাসান ময়না।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, টিএম এস এস এর নির্বাহী পরিচালক সোহরাব আলী খান,  আরও  উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সরকারি কর্মগ, টিএম এস এস এর পরামর্শক, উপদেষ্টা, আজীবন সদস্য, এলাকাবাসী ও অভিভাক বৃন্দ।

ড. এনামুল হক আর্ট এ‍্যান্ড কালচারাল একাডেমির উদ্যোগে বগুড়া ঠেঙ্গামারা T.M.S.S  মম ইন বিনোদন জগৎ তৌফিক হাসান ময়না মঞ্চে এই পুরস্কার বিতরণী অনুষ্টিতব‍্য হয়। সমগ্র  অনুষ্ঠান উপস্হপনা টি করেন ড. এনামুল হক আর্ট এ‍্যান্ড কালচারাল একাডেমির অধ্যাপক আব্দুল হাসান।