এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:৪৮ এএম
এম আব্দুর রাজ্জাক, (ছাতিয়ানগ্রাম), বগুড়া থেকে : বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০১ নং ওর্য়াডের ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর (রহঃ) মাজার শরীফের উদ্যোগে বিরাট ইছালে ছওয়াব ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। বুধবার, বাদ আসর হতে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছাতিয়ানগ্রাম বাজারে গাজী পাতলা পীর (রহঃ) মাজার শরীফের কমিটির আয়োজিত বার্ষিকী ইছালে ছওয়াব ও ওরশ মোবারক অনুষ্ঠানে জনাব মোঃ শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দিন প্রাং পেশ ইমাম ছাতিয়ানগ্রাম হাট খোলা জামে মসজিদ এবং প্রধান মুহাতামিম গাজী পাতলা পীর হাফেজিয়া নুরানী মাদ্রাসা, ( নিমাইদিঘী, বগুড়া ),২য় বক্তা মাওলানা মোঃ আইয়ুব হোসেন চিস্তিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক, মাজার কমিটি। ৩য় বক্তা হিসেবে বয়ান পেশ করেন মোঃ এজাদুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক, মাজার কমিটি, এবং ৪র্থ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহিম, শিক্ষক গাজী পাতলা পীর হাফেজিয়া ও কওমি নুরানী মাদ্রাসা।উক্ত ওয়াজ মাহফিলে আরও ওলামায়ে কেরামগন কুরআন ও হাদীসের আলো থেকে মূল্যবান হাদীস পেশ করেন।
ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর ( রহঃ) মাজার শরীফ কমিটি আয়োজিত বার্ষিক ইছালে ছওয়াব ও ওরশ মোবারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হক (আবু) চেয়ারম্যান, ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখা, বগুড়া।
এ ছাড়া ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর ( রহঃ) মাজার শরীফ ইছালে ছওয়াব ও ওরশ মোবারক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল হান্নান বিশিষ্ট কাঠ ব্যবসায়ী? মোঃ ফুলো, মোঃ মোস্তাকিন আলী, মোঃ উজ্জল হোসেন, মোঃ রহুল আমিন এবং আমেরিকার " নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার " বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক ( নিমাইদিঘী), সাংবাদিক শফিকুল ইসলাম সোহেল রানা (ছোট আখিড়া) সহ প্রমুখ।
এছাড়াও তাফসিরুল মাহফিল ও ওরশ শরীফে অংশ গ্রহন করেন, ছাতিয়ানগ্রামের সকল হাজী সাহেবগন এবং নিমাইদিঘী ও ( দিঘির পাড়), ধুলাতর, কাল্লাগাড়ি, লক্ষিকুল, কলাবাড়িয়া, ছাতিয়ানগ্রাম, বাগবাড়ি, অন্তাহার, দূর্গাপুর, হারদাম গ্রামের সহ বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীগন। এতে আরও অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর ( রহঃ) মাজার শরীফের ইছালে ছওয়াব এবং ওরশ মোবারক অনুষ্ঠান।