NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

বতর্মান সরকারের উন্নয়ন জনগণের দাড় গোড়ায় পৌছে দিতে হবে- বগুড়া জেলা প্রশাসক


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:১২ এএম

বতর্মান সরকারের উন্নয়ন জনগণের দাড় গোড়ায় পৌছে দিতে হবে- বগুড়া জেলা প্রশাসক

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :৬ ফেব্রুয়ারি সোমবার ২০২৩ সকাল ১০ টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে " বগুড়া জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের সাথে মতবিনিময় সভায় একথা বলেন, বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম‍্যাজিষ্টেট জনাব সাইফুল ইসলাম।তিনি আরও বলেন,  আপনাদের কে সব সময়  জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে। আপনাদের কে জনগণ নির্বাচিত করে পরিষদে পাঠিয়েছেন। তাদের বিপদে- আপদে পাশে দাড়াতে হবে। আমি জেলা প্রশাসক হিসেবে আপনাদের অভিভাবক হিসেবে আছি। যে কোন সমস্যয় জেলা প্রশাসন আপনাদের পাশে আছেন। আপনাদের দায়িত্ব, সঠিকভাবে আপনারা পালন করবেন,  এটা  আমার একান্ত  কাম‍্য। এছাড়াও তিনি বলেন,  বতর্মান সরকারের  উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন  মোঃ মাসুম আলী  বেগ (উপ সচিব ) উপ পরিচালক, স্হানীয় সরকার ( ভারপ্রাপ্ত ) , এছাড়াও  বগুড়া জেলার ১০৯ টি  ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এবং আমেরিকার " নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার " বগুড়া জেলা সাংবাদিক এম আব্দুর রাজ্জাক। আজ এ মতবিনিময় সভায়  অনুষ্ঠানে চেয়ারম্যানদের পক্ষে আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু, গোবিন্দপুর ইউ পি চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন মল্লিক, তালোড়া ইউ পি চেয়ারম্যান জনাব  আনোয়ার হোসেন, ইউ পি চেয়ারম্যান আব্দুস ছালাম মাস্টার, ইউ পি চেয়ারম্যান শামিম হোসেন  সহ অনেকেই  বক্তব্য রাখেন।