NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আদমদিঘীর ছাতিয়ানগ্রামের ছায়ের আলীর দাফন অনুষ্টিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৪১ পিএম

আদমদিঘীর ছাতিয়ানগ্রামের  ছায়ের আলীর দাফন অনুষ্টিত

এম আব্দুর রাজ্জাক, নিমাইদিঘী, বগুড়া প্রতিনিধি :


বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০২ নং ওর্য়াডের নিমাইদিঘী ( দিঘীর পাড়) গ্রামের নিবাসী ছায়ের আলী ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহ --- রাজেউন।
মৃত কালে তার বয়স হয়েছিল (৭২), তিনি স্ত্রী, ৩ ছেলে এবং ৩ মেয়ে, নাতি - নাতিনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

(২৭ জানুয়ারি , শুক্রবার ) বেলা ১১ টায় মরহুমের জানাজার নামাজ নিমাইদিঘী ( দিঘীর পাড়) গ্রামে জামে মসজিদের পাশে অনুষ্টিত হয়।

উক্ত জানাজার নামাজে শরীক হন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি এবং ছাতিয়ানগ্রাম ইউ, পি সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী উপজেলা, ছাতিয়ানগ্রাম ইউ পি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 এছাড়াও মরহুমের জানাজায় শরীক হন, মরহুমের নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ নিমাইদিঘী ও দিঘীর পাড়, ধুলাতর, কলাবাড়িয়া, কাল্লাগাড়ি এবং ছাতিয়ানগ্রাম গ্রামের ধর্মপ্রান মুসলিম মুসল্লি বৃন্দগন।

উক্ত জানাজার নামাজ শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক (আবু) সাহেব বলেন,
 আজ শুক্রবার সপ্তাহের একটি পবিত্র জুম্মার দিন। মরহুম ছায়ের আলী ভাইয়ের মৃত্যুতে আমি তার পরিবারের প্রতি, গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। তিনি দীর্ঘ দিন সমাজ সেবক হিসাবে কাজ করছেন। নিমাইদিঘী (দিঘির পাড়) হযরত দেওয়ান (রহঃ) জামে মসজিদের এবং মাজার শরীফ নির্মানে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি একজন ৫ ওয়াক্তি নামাজি ছিলেন। সব সময় সত্য কথা বলতেন এবং মানুষ কে সুপরামর্শ দিতেন।

এছাড়াও মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু) বলেন, মরহুম ছায়ের আলী ভাই নিমাইদিঘী ( দিঘির পাড়) গ্রামের বাসিন্দা। সে একজন সাদা মনের মানুষ ছিলেন।
সর্বদা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। সেই সঙ্গে তিনি একজন সমাজ সেবক ছিলেন, তাকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত।

আল্লাহ্ পাক তাকে মাফ করে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।